বিএসএফ ছেড়ে দিয়েছে বললেও বাড়ি ফেরেনি জাকির

নওগাঁর সাপাহার সীমান্তে আটক করার পর বিএসএফ এক শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে বললেও ওই কিশোর এখনও বাড়ি ফেরেনি।

সাদেকুল ইসলাম নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 03:17 PM
Updated : 25 Nov 2018, 03:17 PM

কোথাও আত্মগোপনে থেকে সে চিকিৎসা নিয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।  

জাকির হোসেন (১৫) সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে।

জাহাঙ্গীর আলম বলেন, জাকির হোসেন মধ্যপাতাড়ী গ্রামের লোকমান হাকিমের ছেলে আব্দুল্লাহর (১৬) সঙ্গে শনিবার সকাল ১০টার দিকে সাপাহার সদরে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

“কিন্তু তারা স্কুলে না গিয়ে বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৪ নম্বর মেইন পিলারের ৪ আর এস এলাকা দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশ করে।”

এ সময় ভারতের এলিনপুর বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করলে আব্দুল্লাহ পালিয়ে ভারত অভ্যন্তরে আত্মগোপন করতে পারলেও জাকির হোসেন বিএসএফ’র হাতে ধরা পড়ে বলে জাহাঙ্গীর জানান।

তিনি বলেন, জাকির হোসেন দীর্ঘ সময়েও বাড়ি না পরিবারের সদস্যরা বিষয়টি আধাতলা ও বামনপাড়া বিজিবিকে জানান। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার আটকের বিষয়টি নিশ্চিত হয় এবং বিএসএফ তাকে ছেড়ে দেবে বলে জানায়।

“এরপর বিএসএফ কোনো যোগাযোগ না করেই জাকিরকে ছেড়ে দেয় বলে বিজিবিকে জানায়।”

বাড়ি না ফিরে চিকিৎসার জন্য আত্মগোপন করে থাকতে পারে বলে তার পরিবারের লোকজনের ধারণা, বলেন বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর।

জাহাঙ্গীর হোসেন বলেন, বিএসএফ তাকে ছেড়ে দিয়েছে বলে তাদেরকে জানিয়েছে। তবে বিএসএফ জাকিরকে তাদের কাছে হস্তান্তর করেনি।

এদিকে জাকিরের বাবা আতাউর রহমানের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, জাকির তার বাবার সঙ্গে ফোনে কথা বলেছে এবং সে বাংলাদেশেই আছে। তবে কোথায় আছে তা জানায়নি এবং বাড়িও ফিরে আসেনি।