নাটোরে বাস-লরি সংঘর্ষে নিহত ২

নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে সিমেন্টবোঝাই লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 08:07 AM
Updated : 25 Nov 2018, 08:07 AM

রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার সীমানা সংলগ্ন গুনাইহাটি এলাকার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল আলীম জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- লরির চালক মুন্সীগঞ্জের ইউনুস আলী (৪৫)। বাকি একজনের বয়স ৬০ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বনপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে ২৪ জনই বনপাড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা জানান।

ওসি মো. আব্দুল আলীম বলেন, মুন্সীগঞ্জ থেকে পাবনার ঈশ্বরদীগামী ক্রাউন সিমেন্টের একটি লরির   সঙ্গে পাবনা থেকে রাজশাহীমুখী আলিফলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আহতের উদ্ধার করে বলে ওসি জানান।