কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২৫ জন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 07:10 AM
Updated : 25 Nov 2018, 07:59 AM

রোববার সকাল সাড়ে ১০টায় মিরপুর উপজেলা এবং ভোর ৫টায় খোকসা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে মাসুম (৫০), মাহতাব (৫০) ও আব্দুল কাদের (৬৫)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও খোকসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, উপজেলার ভাঙ্গা বটতলা এলাকার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মাসুম নিহত হন।

এদিকে নওগাঁ থেকে চরমোনাই পীরের দরগাগামী একটি বাস কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুইজনের মৃত্যুর খবর জানান খোকসা থানার ওসি মেহেদী মাসুদ।

বাস চালকের সহকারী জামিরুল ইসলামের বরাতে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.ফিরোজ কুতুবী বলেন, “খোকসা বাসস্ট্যান্ড পার হওয়ার পর চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।”

আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসাইন জানান।