কুষ্টিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশ বলছে নিহত ব্যক্তি ‘ডাকাত’

কুষ্টিয়া সদর উপজেলায় ‘দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির’ পর এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 04:33 AM
Updated : 25 Nov 2018, 04:33 AM

নিহত খোকন আলী সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার আইজাল আলীর ছেলে। খোকন স্থানীয়দের কাছে ‘হাত কাটা ঠাণ্ডু’ নামে পরিচিত।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন বলছেন, শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তিনি বলেন, ক্যানেলপাড়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সেখানে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানিয়ে ওসি বলেন, “পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহতের নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠাণ্ডু।”

এই অভিযানে গিয়ে ‘ডাকাতদের গোলাগুলির মধ্যে পড়ে’ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে ওসি নাছির উদ্দিনের ভাষ্য।

তিনি বলছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।