নওগাঁর কিশোর নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এক স্কুলছাত্রকে নিয়ে গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2018, 03:13 PM
Updated : 24 Nov 2018, 03:13 PM

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে শনিবার এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

সাপাহার থানার ওসি শামসুল আলম জানিয়েছেন, জাকির হোসেন উকিল (১৫) নামের এই কিশোর সাপাহারের উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে এবং সাপাহার আল হেলাল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

১৬ বিজিবির আধাতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম বলেন, জাকির হোসেন উকিলকে  সীমান্তের ১৪৪ মেইন পিলার এর ৪ এস পিলার এলাকার ভারতের এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

জাকিরের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে দুপুরে ভারতের ১২২ বিএসএফ এলিনপুর ক্যাম্পে  পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাহাঙ্গীর জানান।

“সীমান্তের কাছে একটি গ্রামে অবৈধভাবে প্রবেশের দায়ে তাকে আটকের কথা বিএসএফ স্বীকার করলেও পতাকা বৈঠক এবং জাকিরকে কখন ফেরত দেওয়া হবে তা নিশ্চিত করেনি।”

হেড কোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ফেরত অথবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিএসএফ জানিয়েছে, বলেন জাহাঙ্গীর।