না’গঞ্জে স্টিল মিলে গলিত লোহা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি ইস্পাত কারখানায় গলিত লোহায় দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2018, 02:36 PM
Updated : 24 Nov 2018, 02:40 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান নয়ন ওরফে রূপক (২১) ও মাসুম (২২)।

শুক্রবার দুপুরে সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় মোনতাহা স্টিল মিলে রড তৈরির গলিত লোহা তাদের শরীরে ঢেলে পড়ে বলে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান।  

ওসি মোরশেদ বলেন, শুক্রবার দুপুরে মোনতাহা স্টিল মিলে রড তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গলিত গরম লোহা শরীরে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হন। এদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে নয়ন ওরফে রূপক ও মাসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

“নয়নের শরীর ৯৫ ভাগ ও মাসুমের শরীর ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। আরও ১০ শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তাদের ম্যেধ দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।”

নয়ন ও মাসুমের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হবে বলে তিনি জানান।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বলেন, হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের আত্মীয়-স্বজনরা অভিযোগ দিতে থানায় আসবেন বলে জানিয়েছেন।