সাতক্ষীরায় বাঁধ ভেঙে ‘শতাধিক মৎস্য খামার প্লাবিত’

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধ ভেঙে শতাধিক মৎস্য খামারসহ দুটি গ্রাম প্লাবিত হয়েছে বলে একজন জনপ্রতিনিধি জানিয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2018, 11:00 AM
Updated : 24 Nov 2018, 11:00 AM

বাঁধটি জরাজীর্ণ হওয়ায় মেরামতের দাবি জানালেও পানি উন্নয়ন বোর্ড আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন।

শনিবার ভোরে ওই ইউনিয়নের চাকলা গ্রামের হাইল চরে প্রায় দেড়শ ফুট বাধ ভেঙে এ ক্ষতি হয় বলে তিনি জানান।

চেয়ারম্যান বলেন, বাঁধটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। শুক্রবার গভীর রাতে ভেঙে যায়। শনিবার ভোর নাগাদ পানি ঢুকে দুই গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় শতাধিক মৎস্য খামার।

“পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা ভ্রূক্ষেপ করেনি। এখন পর্যন্ত কেউ ঘটনাস্থলও পরিদর্শন করেনি। এলাকবাসীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কপোতাক্ষের প্রবল জোয়ারের চাপে তা সম্ভব হচ্ছে না।”

বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে আরও এলাকা প্লাবিত হবে বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, “ঘটনাটি জানার পর আমি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”