গোপালগঞ্জে বাল্য বিবাহ বিরোধী সাইকেল শোভাযাত্রা

গোপালগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সচেতনতায় সাইকেল শোভাযাত্রা করেছেন শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 05:07 PM
Updated : 22 Nov 2018, 05:07 PM

বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি থেকে এ শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা।

শহরের তিন কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন।

এতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ সাইক্লিস্ট অংশ নেন। এ সময় তারা সচেতনতা সৃষ্টিতে বাল্য বিবাহ ও মাদকে না বলার আহবান জানিয়ে শ্লোগান দেন।

সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক শান্তিমনি চাকমা বলেন, বাল্য বিবাহ  সমাজ ও পরিবারের জন্য দুঃখ বয়ে আনে। মদক সমাজ, পরিবার ও ব্যক্তিকে ধ্বংস করে।

তিনি বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধের আহ্বান জানান।

গোপালগঞ্জ সাইক্লিং ক্লাবের টিম লিডার আশিকুর রহমান বলেন, বাল্য বিবাহ, মাদক, যৌতুক, ইভটিজিং, জঙ্গি, সন্ত্রাসের মতো সমাজিক অপরাধ প্রতিরোধে তারা বিভিন্ন স্কুলের কিশোর কিশোরীদের নিয়ে সাইক্লিং ক্লাব করেছেন।

তিনি বলেন, তারা সাচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে সমাজের মানুষকে সচেতন করে তুলছেন। পাশাপাশি নিজের দেহমন ঠিক রেখে পাড়াশোনা করছেন।