নরসিংদীতে ‘সংঘর্ষে নিখোঁজ’ ২ জনের লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ, যারা ছয় দিন আগে দুপক্ষের সংঘর্ষে নিখোঁজ বলে এলাকাবাসীর ভাষ্য।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 02:31 PM
Updated : 22 Nov 2018, 02:31 PM

বৃহস্পতিবার বিকালে রায়পুরার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে লাশ দুটি পাওয়া যায়।

এরা হলেন গোপীনাথপুর গ্রামের আবদুল হাই (৪৫) ও কাউছার মিয়া (৪০)।

রায়পুরা থানার ওসি মহসিন উল কাদির বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে নদী থেকে আবদুল হাই ও কাউছারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে বন্দুক ও টেঁটাযুদ্ধ হয়।

এ সময় ঘটনাস্থলে সোহরাব হোসেন (৩০) ও স্বপন মিয়া (২৫) নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর মতে ওইদিন অন্তত ৫০ জন আহত এবং অনেক নিখোঁজ হলেও পুলিশ তা নিশ্চিত করতে পারছে না। মামলা বা গ্রেপ্তারের ভয়ে তাদের স্বজনরাও এ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না।

মেঘনা থেকে উদ্ধার দুজন ওইদিন সংঘর্ষের সময় নিখোঁজ কিনা জানতে চাইলে ওসি মহসিন উল কাদির বলেন, নিহতরা সংঘর্ষের দিন নিখোঁজ হয়েছিলেন বলে তারা এলাকাবাসীর কাছে শুনেছেন।