ঢাকায় পাওয়া হরিণের মাথা-শিং গাজীপুর সাফারি পার্কে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি দোকান থেকে পাওয়া হরিণের শিং ও শিংসহ মাথা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জাদুঘরে রাখা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 05:44 AM
Updated : 22 Nov 2018, 05:44 AM

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওসি মো.রফিকুল ইসলাম জানান, হরিণের আটটি শিং এবং তিনটি শিংসহ মাথা মঙ্গলবার বিকালে পার্কের জাদুঘরে হস্তান্তর করা হয়।

সোমবার বিকালে ঢাকার দোয়েল চত্বরের উত্তরে ‘ইলিয়াস হ্যান্ডিক্রাফট’ ও ‘বাংলাদেশ হ্যান্ডিক্রাফট’দোকানে অভিযান চালিয়ে হরিণের তিনটি শিংসহ মাথা এবং আটটি শিং উদ্ধার করে র‌্যাব ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই দোকানের মালিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং বন্যপ্রাণীর মাথা, শিং, চামড়া সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা-২০১২ আইন অনুযায়ী বন্যপ্রাণীর চামড়া, শিং, মাথা বা খুলি বিক্রি দণ্ডনীয় অপরাধ।

২০১৩ সালে প্রতিষ্ঠিত শেখ মুজিব সাফারি পার্কের জাদুঘরে দুর্লভ প্রজাতির বিভিন্ন মাছ, পাখি ও প্রাণির হাড় এবং মমি সংরক্ষণ করা হয়।