শেরপুরে নারীর মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিজ ঘরে মধ্য বয়সী এক নারীর মৃতদেহ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 02:21 PM
Updated : 21 Nov 2018, 02:21 PM

পশ্চিম রাজনগর মনাকুশা গ্রাম থেকে বুধবার পুলিশ জহুরা খাতুনের (৫০) মৃতদেহ উদ্ধার করে।

জহুরা পশ্চিম রাজনগর মনাকুশা গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে  প্রতিবেশী এক মাদ্রাসা শিক্ষার্থী  জহুরা খাতুনের বাড়ি গিয়ে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে এলাকাবাসীকে জানান। 

“পরে লোকজন জড়ো হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে জহুরা খাতুনের মৃতদেহ দেখেন বিছানায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”

পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।

“তার মুখে বিভিন্ন জায়গায় এবং পায়ে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।”

জহুরার দুই মেয়ের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ চলে আসছে। তাদের ধারণা ও বিশ্বাস ওই কারণে আত্মীয়-স্বজনরা তাদের মাকে হত্যা করে থাকতে পারে।