সুন্দরবনের বলেশ্বর নদে বনরক্ষী নিখোঁজ

সুন্দরবনে টহল দেওয়ার সময় ট্রলার থেকে পা পিছলে বলেশ্বর নদে পড়ে এক বনরক্ষী নিখোঁজ হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 11:54 AM
Updated : 21 Nov 2018, 11:54 AM

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে শরখোলা রেঞ্জের বগী স্টেশন সংলগ্ন বলেশ্বর নদে পড়ে যান তিনি।

নিখোঁজ সোহেল রানা তালুকদার (৩৭) কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এমএ হামিদ তালুকদারের ছেলে।

বুধবার সকালে ডুবুরিদল তার খোঁজে তল্লাশি শুরু করেছে জানিয়ে বন কর্মকর্তা মাহমুদুল বলেন, দুবলার চরে রাশমেলা উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

“এজন্য মঙ্গলবার রাতে তিন বনরক্ষী ট্রলার নিয়ে টহল দেন। এ সময় একটি মাছ ধরার ট্রলার পালানোর চেষ্টা করলে ধরার জন্য ধাওয়া করতে গিয়ে অন্ধকারের পা পিছলে পড়ে যান সোহেল রানা। তার অন্য দুই সঙ্গী নদীতে নেমে চেষ্টা করেও তার সন্ধান পাননি।”

সোহেল সাঁতার জানতেন না বলে তিনি জানান।