গাজীপুরের কারখানায় ডাকাতির অভিযোগ

গাজীপুরে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি কারখানার মালপত্র ডাকাতরা ট্রাকে করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 10:43 AM
Updated : 21 Nov 2018, 10:43 AM

জেলার শ্রীপুর উপজেলার ডোমবাড়িচালা এলাকায় ইলেকট্রো পাওয়ার নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এর চেয়ারম্যান আক্তারুজ্জামান খান।

তিনি নিরাপত্তাকর্মীর বরাতে বলেন, মঙ্গলবার রাতে কারখানায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন কোরবান আলী ও শফিকুল ইসলাম নামে দুইজন।

“পেছনের দেয়াল টপকে ১০-১২ জনের একটি দল ভেতরে ঢোকে। তারা নিরাপত্তাকর্মীদের ডেকে রশি দিয়ে হাত-পা বেঁধে কম্বল দিয়ে ঢেকে রাখে। তারপর তারা ট্রাকে করে বৈদ্যুতিক কেবল, কপার ও কপার ওয়েস্টেজসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়।”

এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “ডাকাতরা চলে যাওয়ার পর নিরাপত্তাকর্মীরা বাধন খুলে কর্তৃপক্ষকে ঘটনা জানান।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।