আশুলিয়ায় গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ

ঢাকার আশুলিয়ায় গ্যাসের আগুনে পোশাক শ্রমিক দম্পতি দগ্ধ হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 07:03 AM
Updated : 21 Nov 2018, 07:03 AM

আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন বলেন, বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকায় কফিল উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

“রাতে রান্নার পর সিলিন্ডার গ্যাসের চুলা ভালমত বন্ধ করা হয়নি। গ্যাস বের হয়ে কক্ষে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সকালে আবার রান্না করতে গিয়ে আগুন জ্বালালে পুরো কক্ষে ছড়িয়ে যায়। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হন।”

তারা হলেন টাঙ্গাইলের গোপালপুর থানার পাথালিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাইজু বেগম। তারা আশুলিয়ার স্টার লিং পোশাক কারখানায় চাকরি করেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

লাইজুর বাবা হৃদয় হোসেন বলেন, সকালে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ছুটে যান। তিনি তাদের স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

“চিকিৎসকরা জানিয়েছেন, লাইজুর প্রায় ৮০ শতাংশ ও রফিকুলের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।”

আগুনে ঘরের মালপত্র পুড়ে ক্ষতি হয়েছে বলে তিনি জানান।