খুলনায় নৌঘাঁটিতে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

খুলনার খালিশপুরে বিএনএস তিতুমির নৌঘাঁটিতে নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 09:36 AM
Updated : 20 Nov 2018, 11:41 AM

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ১০ তলা ভবনের নয়তলা থেকে পড়ে তারা মারা যান।

নিহতরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর দেশিবাড়ি গ্রামের মো. মহিদুল ইসলামের ছেলে মো. সায়েম (৩২), রহিম উদ্দিনের ছেলে মো. রমজান (৩৫) ও নূর ইসলামের ছেলে মো. নূর আমিন (৩০)।

সব লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নির্মাণ ঠিকাদার ওয়াহেদ কস্ট্রাকশন লিমিটেড এই কাজ করাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানই শ্রমিকদের নিয়োগ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ তলা ভবনের বাইরে নয়তলায় প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ঝুলন্ত মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। নৌসদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শহিদুল ইসলাম সজীবও একই তথ্য জানান।

তিনি বলেন, “নির্মাণকাজ চলাকালে ঝুলন্ত মাচা ভেঙ্গে তিনজন শ্রমিক মারা গেছেন।”

ওসি মোশারফ বলেন, “নীলফামারীর একদল শ্রমিক ওই ভবনে কাজ করছিলেন। মাচা ভেঙে তিনজন পড়ে গেলে আমিন ঘটনাস্থলে আর অন্য দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দিব্যেন্দু সরকার বলেন, “তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের অন্যান্য স্থানেও গুরুতর চোট রয়েছে। হাসপাতালে আনার আগে একজন এবং পরে দুইজন মারা গেছেন।”

এ বিষয়ে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, “আইএসপিআরের কোনো বক্তব্য নেই। যে প্রতিষ্ঠানের শ্রমিক সেই প্রতিষ্ঠান তাদের নিয়ে গেছে। তাদের বক্তব্যই আমাদের বক্তব্য।”