রাবিতে বিশ্ব দর্শন দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস পালন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 03:33 PM
Updated : 19 Nov 2018, 03:33 PM

সোমবার এ উপলক্ষে দর্শন বিভাগের আয়োজনে ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘সভ্যতার সংকট ও দর্শনের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক বিজ্ঞান-দর্শন চিন্তক শহিদুল ইসলাম।

এতে শুভেচ্ছা বক্তৃতা দেন কথাসাহিত্যিক রাবি অধ্যাপক হাসান আজিজুল হক, রাবির সাবেক উপাচার্য এম সাইদুর রহমান খান ও এম আব্দুল হামিদ।

দর্শন বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ নিলুফার আহমেদ।

সেখানে অন্যদের মধ্যে দর্শনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকগণ উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগের শিক্ষক তাসনিম নাজিরা রিদা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।