ফেনী দিয়ে ‘ভারতে প্রবেশের চেষ্টা’, ৩ নাইজেরিয় আটক

ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক নারীসহ তিন নাইজেরিয় নাগরিককে আটক করেছে বিজিবি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 01:44 PM
Updated : 19 Nov 2018, 01:44 PM

সোমবার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা হলেন ইউচুকিউ এনাতে (৪৫), অসুনডু মৌরিচ (৩৪) ও অবিন্না ইসাক (৪০)। অবিন্না ইসাক নারী।

পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন বলেন, ভোরে তিন বিদেশিকে ভারত সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) নিজকালিকাপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মুর্শেদের নেতৃত্বে একটি দল তিন নাইজেরিয় নাগরিককে আটক করে।

এ সময় তাদের বহনকারী একটি সিএনজি চালিত অটারিকশাও (ফেনী-থ ৬১৬৯) ও এর চালক আবুল হাসেমকে আটক করা হয় বলে জানান শওকত।

“তাদের কাছে কোনো দেশের পাসপোর্ট পাওয়া যায়নি। সোমবার বিকালে তাদের পরশুরাম থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্বে মামলার প্রস্তুতি চলছে।”

এই নাইজেরিয়রা কবে ও কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন তা পুলিশ ও বিজিবি জানাতে পারেনি।

এর আগে সোমবার সকালে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়সহ নয় জনকে আটক করেছে বিজিবি, যারা ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে বলে বিজিবির ভাষ্য।