কুষ্টিয়ায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় জমির বিরোধে একজনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 10:35 AM
Updated : 19 Nov 2018, 10:37 AM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপকুমার গোস্বামী সোমবার ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামের মেজবার রহমান (৬০), তার স্ত্রী রঞ্জনা খাতুন (৫০) ও তাদের ছেলে রইস উদ্দিন (২৮)।

আসামিদের মধ্যে রইস উদ্দিন পলাতক। অন্য দুইজন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

এছাড়া এ মামলার অন্য দুই আসামি আবু সাইদ ও সেলিম রেজার অপরাধ প্রমাণিত না হওয়া আদালত তাদের বেকসুর খালাস দিয়েছে।

২০১২ সালের ১ জুন জমির বিরোধের জেরে সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের আব্দুল গনি তুহিন (২৪) হত্যা মামলায় আদালত এ রায় দেয়।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ১ জুন কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামে পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাধে। সেখানে উপস্থিত তুহিন দ্বন্দ্ব ঠেকাতে গেলে তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হাসপতালে নেওয়ার পথে তুহিন মারা যান।

এ ঘটনায় তার বাবা সহিদুল মোল্লা পাঁজজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

পিপি অনুপকুমার বলেন, তদন্ত শেষে ২০১৩ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ওই বছর ১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

“হত্যায় জড়িত বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে।”