পাবনায় পুলিশের গুলিতে ২ ‘ডাকাত’ আহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের গুলিতে দুই ‘ডাকাত’ আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 08:45 AM
Updated : 19 Nov 2018, 08:55 AM

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার ভোরের দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারি এলাকায় ডাকাত ধরতে গেলে এ ঘটনা ঘটে।

আতরা হলেন ঈশ্বরদীর আওতাপাড়া এলাকার মোজাম্মেল মল্লিকের ছেলে ফারুক (২৩) ও চুয়াডাঙ্গা জেলার গোগাইল এলাকার ফজলু মণ্ডলের ছেলে মফিজুল ইসলাম (৩০)।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পিুলিশ জানিয়েছে।

ওসি বাহাউদ্দিন বলেন, “ডাকাতদল ভাড়ইমারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে হাতবোমা নিক্ষেপ করে।

“পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পিছু হটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় ডাকাতদের হাতবোমায় পাঁচ পুলিশ আহত হয়েছে।”

আহত পুলিশ সদস্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আর আহত দুই ডাকাতকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে ‘হাতবোমার খোসা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম’ উদ্ধার করেছে বলে তিনি জানান।