কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

কক্সবাজারের মহেশখালীতে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে; যিনি জলদস্যু ছিলেন বলে র‌্যাবের দাবি। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 06:55 AM
Updated : 19 Nov 2018, 06:55 AM

সোমবার ভোরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো.মেহেদী হাসান জানান।

নিহত আবুল হাসান মানিক ওরফে মানিক মিয়া (২৮) কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের করলাপাড়ার লেদু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে এ র‌্যাব কর্মকর্তার ভাষ্য।

মেজর মেহেদী বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের প্যারাবনে একদল জলদূস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে মানিককে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় বন্দুক, আটটি গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়।