টেকনাফে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে, ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে মাদক পাচারকারী দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 06:03 AM
Updated : 18 Nov 2018, 06:08 AM

উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকায় রোববার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

নিহত ফরিদ আলম ওরফে মোহাম্মদ আলম (৩০) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার আব্দুল কাদিরের ছেলে।

ওসির ভাষ্য, ফরিদ একজন চিহ্নিত মাদক বিক্রেতা; মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। মামলা মাথায় নিয়ে সে দীর্ঘদিন পলাতক ছিল।

তিনি বলেন, ভোরে স্থানীয়রা গোলাগুলির শব্দ পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ফরিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

“পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় বন্দুক ও দশ হাজার ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।