রাজশাহীতে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতার ৩ মাসের দণ্ড

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক সাবেক ছাত্রলীগ নেতাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন মাসের কারাদণ্ড দিয়েছে রাজশাহী জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 05:19 AM
Updated : 18 Nov 2018, 05:19 AM

শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় এক রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় বাধা দেওয়ায় তাকে ওই শাস্তি দেওয়া হয় বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির জানান।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন মুন ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি এবার পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আশায় দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকালে কাজলা এলাকার ‘সিয়ামুন’ চায়নিজ রেস্তোরাঁয় ভেজালবিরোধী অভিযানে যায়। মুন ওই রেস্তোরাঁর মালিক। সে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল আহমেদ অনিককে অভিযান চালাতে বাধা দেয় এবং বাজে ব্যবহার করে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক বলেন, দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।