চিকিৎসক না হয়েও অপারেশন, ৩ মাসের দণ্ড

গোপালগঞ্জে চিকিৎসক না হয়েও এক ক্লিনিক মালিক প্রসূতির অপারেশন করায় তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 07:00 AM
Updated : 17 Nov 2018, 07:00 AM

দণ্ডপ্রাপ্ত দেশবন্ধু বিশ্বাস (৫০) জেলার কোটালীপাড়া উপজেলার শান্তিলতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তার বাড়ি উপজেলার লাটেঙ্গা গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাহফুজুর রহমান (ইউএনও) বলেন, “গত ৯ নভেম্বর কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ি গ্রামের বিধান হালদারের প্রসূতি স্ত্রী বিথী হালদারকে ওই সেন্টারে ভর্তি করা হয়।

“ক্লিনিকের মালিক দেশবন্ধু তাকে অপারেশন করেন। রোগী ঝুঁকিতে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে তার স্বামী বিধান হালদার অভিযোগ দেন।”

শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে ওই মালিক দোষ স্বীকার করেন জানিয়ে ইউএনও বলেন, “কোনো চিকিৎসক ও নার্স ছাড়াই অপারেশন করার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।”

তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক।