১৫ বছর আগের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে ১৫ বছর আগে মা ও স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 09:27 AM
Updated : 15 Nov 2018, 09:27 AM

বৃহস্পতিবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জি এম আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো.ছাবেদ আলী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সনের ২৭ জুন রাতে স্ত্রী মনোয়ারাকে গলাকেটে হত্যা করেন ছাবেদ। এ সময় ছাবেদের মা জোহরা খাতুন এগিয়ে গেলে ছাবেদ তাকেও ছুরি মেরে হত্যা করেন।

পরে স্থানীয়রা সাবেদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ছাবেদের ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পাকুন্দিয়া থানার এসআই মিজানুর রহমান ওই বছরের ২২ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।