ফেনীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে যাবজ্জীবন

ফেনীতে এক মাদরাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 07:38 AM
Updated : 15 Nov 2018, 07:38 AM

বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত আবু সুফিয়ানের বাড়ি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নদনা গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ মামলায় সুফিয়ানের বাবা আবুল বাশার ও মা বিবি মরিয়মও আসামি ছিলেন। অপরাধ প্রমাণ না হওয়ায়

বিচারক তাদের খালাস দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহম্মদ হাজারি জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালে ১ অগাস্ট দুপুরে মাদ্রাসা থেকে থেকে বাড়ি যাওয়ার পথে স্থানীয় তাকিয়া বাজার থেকে সুফিয়ান ও তার অনুসারীরা মেয়েটিকে অপহরণ করে। পরে অন্য একটি জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে সুফিয়ান এবং তার বাবা ও মায়ের নামে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছর ৪ অক্টোবর পুলিশ তিনজনের নামে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু কলে আদালত।