নীলফামারীতে অস্ত্রসহ আটক ২

নীলফামারীতে একটি ‘বিদেশি’ পিস্তল ও ‘দেশে তৈরি’ একটি রিভালভারসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 05:00 PM
Updated : 14 Nov 2018, 05:01 PM

র‌্যাব ১৩ নীলফামারী সিপিসি ২ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর নাজমুল হুদা জানান, মঙ্গলবার রাতে জেলা শহরের পুরাতন রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজনকেই আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।

আটক আবুল কালাম ওরফে ধলা (৪৫) জেলার খামাতপাড়া গ্রামের নছুমুদ্দিনের ছেলে এবং রেজাউল ইসলাম (২৩) জলঢাকা পৌর শহরের সবুজপাড়া মহল্লার ওয়ারেছ আলীর ছেলে।

বুধবার কোম্পানি কমান্ডার নাজমুল হুদা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শহরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অস্ত্র কেনা বেচা হবে এমন খবর পেয়ে র‌্যাব-১৩ এর সদস্যরা সেখানে অভিযান চালান।

এ সময় ওই দুই জনকে একটি ‘বিদেশি’ পিস্তল ও ‘দেশে তৈরি’ একটি রিভালভারসহ আটক করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই জনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।

এ ঘটনায় রাতেই ক্যাম্পের ডিএডি তাপস চক্রবর্তী বাদী হয়ে দুই জনের নামে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করে তাদের নীলফামারী থানায় সোপর্দ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নীলফামারী থানার পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।