বগুড়ায় ৩ জামায়াত নেতার মনোনয়নপত্র সংগ্রহ

নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর বগুড়ার তিন নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 04:37 PM
Updated : 14 Nov 2018, 04:41 PM

বুধবার নিজ নিজ এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শাহাদাতুজ্জামান, তায়েব আলী ও দবিবুর রহমান।

তায়েব আলী জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, দবিবুর রহমান জেলা জামায়াতের সেক্রেটারি এবং শাহাদাতুজ্জামান জেলা কর্মপরিষদ সদস্য।

সকালে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সংসদ সদস্য শাহাদাতুজ্জামান।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর কবির, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র নিচ্ছেন কাহালু উপজেলা চেয়ারম্যান তায়েব আলী

বিকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান তায়েব আলী।

এ সময় কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আরাফাত রহমান ও নির্বাচন অফিসার আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান।

শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ ইউএনও আলমগীর কবির।

মনোনয়নপত্র নিচ্ছেন শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান

দবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় সিদ্ধান্তেই মনোনয়নপত্র উত্তোলন করেছি। জামায়াত যেহেতু ২০ দলীয় জোটের অন্যতম শরীক এবং ২০ দল ঐক্যফ্রন্টের সাথে যুক্ত, এজন্য মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।”

নিবন্ধন না থাকায় জামায়াতে ইসলামী দলের নামে নির্বাচন করতে পারবে না। স্বতন্ত্র কিংবা ২০ দলীয় জোটের কোনো দলের প্রতীক নিয়ে তাদের নির্বাচন করতে পারবে।