গাজীপুরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের কালীগঞ্জে লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর দুই আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 02:52 PM
Updated : 14 Nov 2018, 03:11 PM

বুধবার  উপজেলার দুর্বাটি-বক্তারপুর সড়কের পৈলানপুর বটতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার এসআই  মশিউর রহমান।

নিহত সাহেদ মিয়া (১৪) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের শাহিন মিয়ার ছেলে। সে জাঙ্গালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলো একই ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সোলেমান দর্জির ছেলে সালাউদ্দিন দর্জি (১৮) ও দড়ি জাঙ্গালিয়া গ্রামের উলি উল্লাহ মোড়লের ছেলে শাহিন মোড়ল (১৮)। 

স্থানীয়  বক্তারপুর ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী রিপন বলেন, সাহেদ দ্রুত গতিতে জাঙ্গালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুত গতির একটি লড়ির সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ নিহত হয়। আহতের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া ইসলাম মিতু বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আর লড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে জানান এসআই মশিউর রহমান।

এ ব্যাপারে থানায় একটি অমৃত্যুর মামলা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।