বেনাপোলে সোনার বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তে ‘পাচারের উদ্দেশ্যে’ বহনের সময় ১২টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 02:40 PM
Updated : 14 Nov 2018, 02:40 PM

বুধবার পুটখালী পূর্ব পাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

আটক আব্দুর রহিম (২০) পুটখালী পূর্বপাড়া গ্রামের ইউসুফ আলির ছেলে। 

অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বলেন, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারত যাওয়ার গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়।

“ওই সময় তিনজন পাচারকারীকে ধাওয়া করার পর রহিম ধরা পড়লেও অন্য দুইজন পালিয়ে যান।”

পরে তার দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি ২০০ গ্রাম এবং বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা ।

সোনার বারসহ আটক রহিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।