কুমিল্লায় তিন ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায়

কুমিল্লার লাকসামে তিন ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 09:51 AM
Updated : 14 Nov 2018, 10:51 AM

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুন্নাহার বেগম শিউলি বুধবার ১১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্তরা হলেন লাকসামের শ্রীয়াং এলাকার মো. আবদুর রহমান (১৪), মো. শহীদুল্লাহ ওরফে শহীদ (১৬), মো. ফারুক হোসেন (২০), মো. রাসেল (২০) ও মো. স্বপন (২১)।

এ মামলার সব আসামি পলাতক রয়েছেন।

২০০৭ সালে ৬ জানুয়ারি রাতে লাকসামের জগৎপুর গ্রামের পান বিক্রেতা বাচ্চু মিয়া, তরকারি বিক্রেতা উত্তম কুমার দেবনাথ ও তার ভাই পরিক্ষিত দেবনাথ হত্যামামলায় আদালত এই রায় দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু তাহের মামলার নথির বরাতে জানান, ২০০৭ সালে ৬ জানুয়ারি রাতে হাট থেকে বাড়ি ফেরার পথে শ্রীয়াং এলাকায় তিনজনকে গলা কেটে করে হত্যা করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৪২০ টাকা ছিনতাই করেন খুনিরা।

এ ঘটনায় বাচ্চুর ভাই কবির হোসেন পাঁচজনের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই মো. ছরোয়ার জাহান সরকার ও বরুড়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া পাঁচজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন।

আইনজীবী তাহের বলেন, মামলার ২৭ স্বাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত পাঁচজনকেই দোষৗ সাব্যস্ত করে তাদের ফাঁসির রায় দিয়েছে।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নায়িমা সুলতানা মুন্নী।