ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে নিহত ১

ময়মনসিংহে পুলিশের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 02:58 AM
Updated : 14 Nov 2018, 03:03 AM

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে শম্ভুগঞ্জ ব্রিজের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেনের ভাষ্য।

নিহত সুমন মিয়া (২৭) চরকালীবাড়ি গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার নামে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে থানায়। সে মাদক চোরাকারবারেও জড়িত ছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি। 

ওসি শাহ কামাল বলেন, শম্ভুগঞ্জ ব্রিজের কাছে মাদক কেনাবেচার খবরে গোয়েন্দা পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা তখন গুলি করে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। মাদক ব্যবসায়ীরা পিছু হটে গেলে সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।”

সুমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।