৫৪ দিন পর দেশে ফিরলেন পটুয়াখালীর ১৫ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় পুলিশের হাতে আটক ১৫ জেলে ৫৪ দিন পর দেশে ফিরেছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 11:02 AM
Updated : 13 Nov 2018, 11:02 AM

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পেট্রাপোল চেকপোস্ট কমান্ডার অশোক কুমার তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জেলেদের অভ্যর্থনা জানান।

ওসি বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালীর মহিপুর এলাকার ১৬ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৯ সেপ্টেম্বর ঝড়ের মধ্যে টলারসহ নিখোঁজ হন।

“তাদের মধ্যে ১৫ জনকে সমুদ্র থেকে উদ্ধার করে ভারতের পুলিশ। পরে সাতক্ষীরার নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত চেয়ে আবেদন করা হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগের ৫৪ দিন পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।”

এ ঘটনায় শামছুজ্জামান নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।

বেনাপোল বন্দর থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, দাপ্তরিক কাজ শেষে ১৫ জেলেকে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে।