ট্রাকে ট্রেনের ধাক্কা, ময়মনসিংহ-জামালপুর রেল বন্ধ

জামালপুরে রেল লাইনের উপর বিকল হওয়া ট্রাকে ট্রেনের ধাক্কা দেওয়ার পর জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 05:58 PM
Updated : 12 Nov 2018, 05:58 PM

সোমবার রাতে জেলা শহরের বন্দেরবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, রাত ৯টা ৪০ মিনিটে বন্দেরবাড়ি রেলক্রসিংয়ে ধানের কুড়া ভরতি একটি ট্রাক বিকল হয়ে পড়ে।

“রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে পড়ে।”

ঘটনার পর থেকে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের সহায়তায় রেলের লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাক ও কুড়া সরানোর কাজ করছে বলে তিনি জানান।

“এ দুর্ঘটনায় ট্রেনের কোনো ক্ষতি হয়নি এবং কোনো হতাহতও হয়নি।”

তিনি আরও জানান, স্থানীয়ভাবে উদ্ধার করা সম্ভব না হলে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করবে।

ট্রাকটি শেরপুর থেকে জামালপুর শহরে আসছিল বলে জানা গেছে।