গাজীপুরে সেরা ২১ করদাতাকে সম্মাননা  

গাজীপুর কর অঞ্চলে সেরা ২১ করদাতা সম্মাননা পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 02:48 PM
Updated : 12 Nov 2018, 03:07 PM

এদের মধ্যে সিটি এলাকায় সেরা করদাতা হয়েছেন মোবারক হোসেন এবং দীর্ঘ সময় ধরে করদাতার সম্মাননা পেয়েছেন আলাউদ্দিন চৌধুরী।

সোববার গাজীপুর নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিভাবে তাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মাননান।

বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত কর কমিশনার শাহাদাত হোসেন সিকদার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, গাজীপুর টেক্স্যসেস বার এসোসিয়েশনের সভাপতি আহসান উল্যাহ অন্তু প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত কর কমিশনার শাহাদাৎ হোসেন শিকদারসহ অন্তত ৫০০ করদাতা ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গাজীপুর কর অঞ্চলের শ্রেষ্ঠ করদাতা হিসেবে ২০১৭-১৮ অর্থবছরের শ্রেষ্ঠ করদাতার সম্মননা পান ‘টেলিকম ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টিড্যাব)-এর কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মোবারক হোসেন। তিনি ’সাপ্তাহিক আজকের গাজীপুর’-এর সম্পাদক। বিটিভিতে সংবাদ পাঠক হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।

মোবারক হোসেন বলেন, “বিত্তবানরা আরও বেশি বেশি সরকারি কর পরিশোধ করলে দেশ এগিয়ে যাবে।”

করদাতারা ভিআইপি মর্যাদা পেলে দেশের ১০০ ভাগ ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষ কর দেবে বলে তিনি প্রত্যাশা করেন।

কর অঞ্চলের পরিদর্শক খাইরুল ইসলাম জানান, গাজীপুর কর অঞ্চলের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর ও টাঙ্গাইল জেলার চারটি ক্যাটাগরিতে ২১ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে ১৬ নভেন্বর পর্যন্ত একই অডিটরিয়ামে চারদিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

কর মেলায় জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের শাখা খুলেছে।