গাইবান্ধায় গ্রেপ্তারের পর ‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ

গাইবান্ধা সদর উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 10:48 AM
Updated : 12 Nov 2018, 10:48 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মজিবুর রহমান জানান, বানিয়ারজান এলাকায় রোববার রাতে অভিযানের সময় হামলার শিকার হয়ে পুলিশ গুলি ছোড়ে।

আহত শহীদুল ইসলাম শহীদ (৩৮) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পাড়দিয়ারাচর এলাকার আকবর আলীর ছেলে।

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী শহীদ ও দুই পুলিশ সদস্যকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মজিবুর বলেন, রোববার বিকেলে পাড়দিয়ারাচর এলাকা থেকে শহীদকে এক হাজার ২০০ ইয়াবাসহ আটক করা হয়।

“রাতে তাকে নিয়ে বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় শহীদকে ছিনিয়ে নিতে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। পুলিশ গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। আর শহীদ গুলিবিদ্ধ হন।”

এ সময় গোযেন্দা পুলিশের এএসআই মহির উদ্দিন ও কনস্টেবল মঞ্জুরুল হোসেন আহত হয়েছেন বলে জানান ওসি মজিবুর।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।