গাজীপুরে ‘পোশাক শ্রমিককে মারধর,’ কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরে এক পোশাক শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি শুরুর পর এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 10:27 AM
Updated : 12 Nov 2018, 10:27 AM

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. হাবিব ইস্কান্দার জানান, সদর উপজেলার মেম্বারবাড়ির বানিয়ারচালা এলাকায় এএমসি নিট কম্পোজিট নামে একটি কারখানায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কারখানাটি তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পরিদর্শক হাবিব বলেন, রোববার কারখানাটির ঝুট ফেলার সময় তার সঙ্গে কিছু ভাল কাপড়ও নেওয়া হয়েছে এমন অভিযোগে কারখানার পিএম শুভ এক শ্রমিককে মারধর করেন।

“সোমবার সকালে এর প্রতিবাদে এবং ওই পিএমের বরখাস্তের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুভকে বরখাস্ত করে। এছাড়া তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।”

কারখানার শ্রমিক জনি বলেন, “ঝুট নামানোর সময় ভুলে এর সঙ্গে কিছু ভাল কাপড়ও চলে যায়। এ নিয়ে পিএম শুভ কারখানার তিন শ্রমিককে মারধর করলে তারা আহত হন। আহত বাবুল হোসেন, জব্বার মিয়া ও হামিদুল ইসলামকে হাসপাতালে চিকিৎসা  নিতে হয়েছে।”

এর প্রতিবাদে সোমবার ওই কর্মকর্তার বরখাস্তের দাবিতে তারা কর্মবিরতি শুরু করেন বলে স্বীকার করেন।