মাদারীপুরে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে একদিন আগে স্পিডবোট ডুবিতে নিখোঁজ এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 07:48 AM
Updated : 12 Nov 2018, 09:07 AM

সোমবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান।  

এরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রশনপুর গ্রামের আব্দুর রহমান উকিলের ছেলে মেরাজুল ইসলাম রাজু (২৫), তার স্ত্রী সাদিয়া আক্তার লিমা (১৮), পটুয়াখালি জেলার বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল গাজির মেয়ে ফাতেমা আক্তার (৮)।

তাদের মদ্যে মেরাজুল সিরাজগঞ্জ জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জাকির বলেন, রোববার বিকালে ২৪ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছিল।

“মাঝ নদীতে একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এ সময় নদীতে টহলরত সেনা কর্মকর্তারা ২১ জন যাত্রীকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ ছিলেন।”

পরে নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।