চাঁদপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

চাঁদপুরে মোস্তফা কামাল হত্যা মামলায় এক ব্যক্তি ও তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 09:31 AM
Updated : 11 Nov 2018, 11:17 AM

রোববার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খাঁন চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার ভাটেরহদ গ্রামের আবু তাহের ও তার ছেলে সোহাগ।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের দশ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।

এছাড়া এ মামলার অপর তিন আসামি হারুন, কাশেম ও আবুল খায়েরকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা দিয়েছে আদালত।

মামলার বিবরণে বলা হয়, ভাটেরহদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা কামাল একজন ল্যাব টেকনিশিয়ান ছিলেন। জমি সংক্রান্ত বিবাদের জেরে ২০১৪ সালের ৩ অক্টোবর দুপুরে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরদিন ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে এসআই হারুনুর রশিদ ২০১৬ সালের ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।