ঝালকাঠিতে হত্যার দায়ে এক আসামির প্রাণদণ্ড

ঝালকাঠিতে দিনমজুর নাসিরউদ্দিন ওরফে নসা হাওলাদার হত্যার দায়ে এক ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 08:37 AM
Updated : 11 Nov 2018, 09:04 AM

রোববার ঝালকাঠি জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃতদণ্ডপ্রাপ্ত খোকন হাওলাদার (৩৫) কাঁঠালিয়া উপজেলার পূর্ব কৈখালি গ্রামের নূর মোহাম্মদ হাওলাদেরর ছেলে।

এছাড়া এ মামলায় নাসিরউদ্দিনের স্ত্রী পারুল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।  

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল জানান।

মামলার বিবরণে বলা হয়, কাঁঠালিয়া উপজেলার পশ্চিম শৈলজালিয়া গ্রামের দিনমজুর নাসিরউদ্দিনের বন্ধু ছিল খোকন। ওই বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে পারুলের সঙ্গে খোকনের পরকিয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়।

এর জেরে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পারুলের সহযোগিতায় নাসিরকে কুপিয়ে হত্যা করে খোকন। এ ঘটনায় নাসিরের ভাই সোহরাব হোসেন বাদী হয়ে পারুল ও খোকনকে আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে কাঁঠালিয়া থানার এসআই আব্দুস সালাম ওই বছরের ৩০ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলা বিচারকাজ শুরু করে আদালত।