নীলফামারীতে ৩ নারী ও এক নবজাতকের লাশ উদ্ধার

নীলফামারী সদর ও ডোমার উপজেলায় দুই দিনে তিন নারী ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 04:16 PM
Updated : 10 Nov 2018, 04:16 PM

শুক্রবার ও শনিবার ডেমারে তিন নারীর এবং শনিবার সদরে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডোমার থানার ওসি মোকছেদ আলী বলেন, শনিবার সকালে বোড়াগাড়ি ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ি গ্রামের খোরশেদ আলমের ঘর থেকে তার স্ত্রী আসমা বেগমের (২৫) এবং শুক্রবার একই ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রমথ চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এছাড়া শুক্রবার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামের আমিজ উদ্দিনের মেয়ে শাহানা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আসমা বেগম ও অনিতা রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“আসমা বেগমকে হত্যা সন্দেহে তার স্বামী খোরশেদ আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

স্কুল ছাত্রী শাহানা আক্তার আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোকছেদ।

নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শৌচাগার থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

“লাশের ময়নাতদন্ত ও বয়স নির্ধারণের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, মাতৃগর্ভে পাঁচ থেকে ছয় মাস থাকার পর গর্ভপাত ঘটিয়ে মৃত অথবা জীবিত অবস্থায় শিশুটিকে সেখানে রেখে গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।