ঢাকা-টাঙ্গাইল সড়কে আড়াই ঘণ্টা অবরোধ

‘চাঁদা দাবি করে’ ট্রাক শ্রমিককে পুলিশের মারধরের অভিযোগ তুলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 01:54 PM
Updated : 10 Nov 2018, 02:58 PM

শনিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে মহাসড়কের উপর যানবাহন দিয়ে যান চলাচলা বন্ধ করে দেয় শ্রমিকরা।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোষী পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে জানানো হলে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

আহত ট্রাক চালক বকুল সাংবাদিকদের বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার এসআই নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন।

“ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।”

বকুল বলেন, এই ঘটনা ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাক চালকরা সকাল ৭টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের উপর এলোপাথাড়ি ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান।

“এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সাড়ে ৯টার দিকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।”