‘মায়ের বকুনি খেয়ে ২ বোনের আত্মহত্যা’

কক্সবাজারে ‘মায়ের বকুনি খেয়ে’ দুই কিশোরী সহোদরা ‘আত্মহত্যা’ করেছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 01:21 PM
Updated : 10 Nov 2018, 01:21 PM

শনিবার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের সিকদার পাড়ার বাড়ি থেকে এ দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলো মর্জিনা আক্তার (১৭) ও তসলিমা আক্তার (১৩)। এরা সিকদার পাড়ার নজির হোসেনের মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে রামু থানার ওসি মনসুর আলম বলেন, শুক্রবার বিকালে এই দুই বোন স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি।

“শনিবার সকালে তারা বাড়ি ফিরলে মা তাদের বকুনি দেন এবং মারধর করেন।”

ওসি বলেন, শনিবার দুপুর ১টার দিকে তাদের ছোট ভাই স্কুল থেকে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে বোনদের ডাকাডাকি করতে থাকে। এতে সাড়া না পেয়ে ছোট ভাইটি বাড়ির বাইরে অবস্থান করতে থাকে।

“এক পর্যায়ে মা মিনুয়ারা বেগম এসে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে উঁকি দিয়ে দুই বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”

ওসি মনসুর বলেন, পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় তসলিমার হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। যাতে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করা হয়েছে।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।