টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কক্সবাজারে মাদক মামলার এক আসামিকে ‘ছিনতাই চেষ্টাকালে' পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন; পুলিশ যাকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 11:49 AM
Updated : 10 Nov 2018, 11:49 AM

শনিবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহত জিয়াবুল বশর শাহীন (২৫) সিকদার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে।

ওসি বলেন, ভোর রাতে মাদক মামলার পলাতক আসামি জিয়াবুল বশর শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় শাহীনকে ছিনতাইয়ের চেষ্টা চালায় তার সহযোগীরা।

“এক পর্যায়ে ছিনিয়ে নিতে না পেরে সাতটি মাদক মামলার পলাতক এই আসামির সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে শাহীনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ঘটনাস্থলে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট, তিনটি দেশে তৈরি অস্ত্র ও আটটি গুলি পাওয়া যায় বলেও ওসি জানান।

ওসি প্রদীপিআরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নামে ইয়াবা ব্যবসার অভিযোগে টেকনাফ থানায় সাতটি মামলা রয়েছে বলে ওসি জানান।