রংপুরে মইনুলের স্বাস্থ্য পরীক্ষা, ‘অবস্থা ভালো’

আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানহানির মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসক বলেছেন, তিনি ভালো আছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 10:47 AM
Updated : 10 Nov 2018, 03:09 PM

রংপুরের জেলার আমজাদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর কারাগার থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ১০টার দিকে তাকে আবার কারাগারে ফেরত আনা হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার বলেন, পাঁচ সদস্যের একটি বোর্ড ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

“রক্ত, ইসিজিসহ এক্সরে, ইউরিন পরীক্ষা করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।”

আইনজীবীদের আবেদনের পর গত ৪ অক্টোবর মইনুলের স্বাস্থ্য পরীক্ষার আদেশ দেয় উচ্চ আদালত। রোববারের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল।

গত ১৬ অক্টোবর একটি টেলিভিশনে টকশোতে সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন।

এর জেরে ২২ অক্টোবর রংপুর আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন নারী অধিকারকর্মী মিলি মায়া বেগম। ওইদিন রাতে তাকে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

রংপুর ছাড়াও একই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে।