ব্রাহ্মণবাড়িয়ায় ‘কওমি মাদরাসা ও সাদপন্থীদের’ সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে কওমি মাদরাসা ও সাদ কন্ধলভি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2018, 04:25 PM
Updated : 9 Nov 2018, 04:25 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় শহরের বিরাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহত বেলাল হোসেন (২৪), শহীদুল ইসলাম (৬০), রমজান (৪৪), নজরুল (১৮), আব্দুল হাই (৪৫) সানাউল্লাহ্ (২৭), শাহ্ আলম (৩৫), আব্দুল্লাহ্ (২২), সোহেল (২৫) ও আবু ইউসুফকে (১৯) সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে পরিদর্শক (তদন্ত) জিয়াউল বলেন, অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে কওমি মাদরাসা ও মওলানা সাদ কন্ধলভি সমর্থকদের মধ্যে বিরাসারে অবস্থিত মার্কাস মসজিদ নিয়ে মতবিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ওই মসজিদের ঢোকা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেয়। এ ঘটনায় উত্তাপ ছড়িয়ে পড়ে।

“সন্ধ্যায় উভয় পক্ষের কয়েকশ সমর্থক সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৫ জন আহত হন।”

খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে তিনি জানান।

সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল কবির বলেন, “সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।”