গোপালগঞ্জে ভর্তিপরীক্ষায় ‘ডিভাইস ব্যবহার,’ ৩ জনের সাজা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষায় ডিভাইস ব্যবহারের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2018, 02:32 PM
Updated : 9 Nov 2018, 02:32 PM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব জামিল শুক্রবার সন্ধ্যায় তাদের এ সাজা দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, বিচারক ভর্তিপরিক্ষার্থী সুদীপ্ত বাড়ৈকে সাত দিন আর তাকে সহযোগিতার জন্য ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মিঠুন বিশ্বাস ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ (সম্মান) শেষ বর্ষের ছাত্র অসিত চৌধুরীকে এক মাসের বিনাশ্রম কারদণ্ডাদেশ দেন।

“ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ার সময় সুদীপ্তকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মিঠুন ও অসিতকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।”

পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে বলে তিনি জানান।