নাটোরে ৪ ছাত্রীর জেএসসি পরীক্ষা না নেওয়ার অভিযোগ

নাটোরের বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিলম্বে আসার কারণে চার ছাত্রীর জেএসসি পরীক্ষা না নেওয়ার অভিযোগ উঠেছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2018, 01:44 PM
Updated : 9 Nov 2018, 01:44 PM

এছাড়া আরও চারজনকে পাঁচ মিনিট দেরি করে আসায় গেটের বাইরে ৩০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

জেলার বড়াইগ্রাম উপজেলার বেগম রোকেয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, “পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার তাদের চার শিক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়। এ কারণে প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি।

“খবর পেয়ে আমি কেন্দ্রসচিবের সঙ্গে কথা বলার পর তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়।”

চার পরীক্ষার্থীর অভিযোগ, তারা পাঁচ মিনিট দেরি করে আসায় তাদের আরও ৩০ মিনিট দাঁড় করিয়ে রেখে ক্ষতি করা হয়েছে।

এদিকে গত সোমবার দেওশিন উচ্চবিদ্যালয়ের চার শিক্ষার্থী দেরি করে আসায় তাদের পরীক্ষা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল জানান, লাবণী খাতুন, সুমাইয়া খাতুন, সজীব হোসেন ও মোহন আলী নামে তাদের চার শিক্ষার্থী ১০ মিনিট বিলম্বে হাজির হওয়ায় তাদের পরীক্ষা নেওয়া হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা ১০ মিনিট দেরি করায় তাদের এক বছর পিছিয়ে দেওয়া হল।

এ বিষয়ে কেন্দ্রসচিব লাজারুশ রোজারিওর সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আর বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ বলেন, “যারা পরীক্ষার রুটিন অনুসরণ করতে ভুল করে তারা পরীক্ষা দিয়ে কী করবে?”