দিনাজপুরে ৩ ‘জেএমবি সদস্য’ অস্ত্রসহ গ্রেপ্তার

দিনাজপুরে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2018, 09:45 AM
Updated : 9 Nov 2018, 09:45 AM

বৃহস্পতিবার গভীর রাতে শহরের রাজবাটি সুখসাগরের পূর্বপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান।

এরা হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলিয়া গ্রামের ওসমান আলীর ছেলে আব্বাস আলী (৭০), নীলফামারী জেলার কিত্তনিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমান ওরফে বাবু (৩০) ও কাহারোল উপজেলার বলেয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান ওরফে পিন্টু (২৩)।

তারা ঢাকার হলি আর্টিজানে হামলার আসামি জেএমবির সামরিক কমান্ডার রাজিব গান্ধির সহযোগী বলে দাবি করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার বলেন, “তাদের কাছ থেকে একটি শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
গ্রেপ্তারদের মধ্যে পিন্টু দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলা মামলার আসামি বলে জানান তিনি।