রংপুরে ২ ‘জেএমবি’ সদস্য আটক

রংপুরে জেএমবির বিভাগীয় সামরিক কমান্ডারসহ দুইজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আফতাবুজ্জামান হিরু রংপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 10:27 AM
Updated : 8 Nov 2018, 10:27 AM

র‌্যাব ১৩-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, বুধবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানা এলাকার রেল কলোনি ও রানীগঞ্জ গুড়িয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২টি গুলিসহ দুটি পিস্তুল ও বিপুল পরিমাণ উগ্রবাদী বই উদ্ধার করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন রেল কলোনির রাহাত হোসেন (৩২) ও রানীগঞ্জ গুড়িয়াপাড়ার রিয়াজুল ইসলাম (৩০)।

র‌্যাব কর্মকর্তা মোজাম্মেল হক আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন, “রাহাত রংপুর জেএমবির বিভাগীয় সামরিক কমান্ডার। আর রিয়াজুল একজন শীর্ষ জঙ্গি।

“তারা নয় বছর ধরে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে নাশকতা পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তারা সতর্কতার সঙ্গে জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা আদায়, সংগৃহীত অর্থ দিয়ে অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।”

তাদের বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।