চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 03:41 AM
Updated : 8 Nov 2018, 03:42 AM

বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খানের ভাষ্য।

নিহত পাপ্পু হোসেন (৩০) চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনের ছয়টি মামলা রয়েছে।

ওসি দেলোয়ার হোসেন বলেন, “রাতে উজলপুর এলাকায় পুলিশের একটি দল টহল দেওয়ার সময় তাদের দিকে গুলি চালায় একদল মাদক ব্যবসায়ী। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে। তখন সেখানে পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

পুলিশ পাপ্পুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও একবস্তা ফেনসিডিলি পেয়েছে।